বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

আমেরিকায় নারী পেশাজীবী পুরুষের কাছাকাছি

মন্দা সত্ত্বেও বর্তমানে ৬ কোটি ৭৫ লাখ আমেরিকান মহিলা বিভিন্ন পেশায় রয়েছেন। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ৬ কোটি ৭৪ লাখ। যুক্তরাষ্ট্র শ্রম বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। বর্তমানে আমেরিকায় পুরুষ কর্মজীবীর সংখ্যা হচ্ছে ৬ কোটি ৯০ লাখ। অর্থাৎ নারী কর্মীর সংখ্যা পুরুষের একেবারেই কাছে চলে এসেছে। ২০০৭ সাল অর্থাৎ মন্দা গ্রাস করার এক বছর আগে আমেরিকায় কর্মজীবী পুরুষের সংখ্যা ছিল ৭ কোটি ৯ লাখ। যুক্তরাষ্ট্রের নির্মাণ ব্যবসায় শ্রমিক-কর্মচারীর ৯০ ভাগ পুরুষ। এ জন্য মন্দার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ সেক্টর। কারণ, অসংখ্য নির্মাণ প্রকল্প স্থগিত হয়ে গেছে অর্থের কারণে এবং নতুন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়নি ২০০৯ থেকে গত বছর পর্যন্ত। সূত্র ': নিউইয়র্ক থেকে এনা।

সর্বশেষ খবর