বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রীদের নাম নেই

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম থাকলেও গতকাল ছিলো ব্যতিক্রম। প্রশ্নোত্তরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কোনো নাম উল্লেখ না করেই উত্তর দেওয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন। প্রশ্নোত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রীর জন্য প্রশ্ন নির্ধারিত ছিল। সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর প্রশ্ন ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি ঢাকা-১৬ আসনে পানি মজুদ শোধনাগার তৈরির কোনো পরিকল্পনা আছে কি না? জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নাম উল্লেখ না করেই বলা হয়, ঢাকা ওয়াসা দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ সরকারের সহায়তায় সাভারে 'তেঁতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। যাতে দৈনিক ১৫ কোটি লিটার পানি উৎপাদন করা সম্ভব হবে। এখান থেকে উৎপাদিত পানি মূলত মিরপুর এলাকায় সরবরাহ করা হবে। একইভাবে এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়ামন্ত্রীর স্থলেও কোনো নাম ছিল না।

সর্বশেষ খবর