শিরোনাম
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সহিংসতা বন্ধে গণঅনশন

দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জাতীয় জাদুঘরের সামনে 'জাগ্রত জনতার' ব্যানারে শনিবার থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচি গতকাল শেষ হয়।

অনশন কর্মসূচির আহ্বায়ক ডা. জাকিয়া মুন বলেন, পুড়িয়ে মানুষ মারা, গাড়িতে আগুন দেওয়া, সাধারণ মানুষের ওপর ককটেল মারা ইত্যাদি সহিংসতার প্রতিবাদে শনিবার সকালে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করি। পরে দেশে সহিংসতা বন্ধ না হওয়ায় গণ-অনশন কর্মসূচির ডাক দেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বলে আয়োজকরা জানান।

অনশন কর্মসূচিতে গেরিলা মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মোজাম্মেল হক, ঢাবি শিক্ষার্থী কুতুবুল আলম, ইতালি প্রবাসী মাঈন উদ্দিন টিটুসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

সর্বশেষ খবর