মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

চাঁদে চীনের প্রথম মহাকাশ যান

চীন প্রথমবারের মতো চাঁদে একটি মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। বিশ্বের উঁচু আসনে জায়গা করে নেওয়া চীনের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচিতে এটি সর্বশেষ সংযোজন। অনলাইনে ৩৪ লাখ মানুষের ভোটে মহাকাশ যানটির রোভার নামটি গ্রহণ করা হয়।

তবে বিশ্বে এটি তৃতীয় চন্দ্রাভিযান। এর আগে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চন্দ্র অভিযান সফলভাবে সম্পন্ন করে। স্থানীয় সময় রবিবার রাত দেড়টায় চেঙ্গি-৩ সিরিজের মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি এটি সরাসরি সম্প্রচার করে। উৎক্ষেপণের ঘণ্টাখানেকের মধ্যে উৎক্ষেপণ কেন্দ্রের পরিচালক ঝাং ঝেনজুং উৎক্ষেপণ সফল হয়েছে বলে ঘোষণা দেন। এদিকে উৎক্ষেপণ করা যানটি ডিসেম্বরের মাঝামাঝি চাঁদের বুকে নামবে বলে জানা গেছে। এটি থেকে একটি অবতরণকারী যান রোভারকে নিয়ে চাঁদে ঘুরে বেড়াবে। চীন এর আগে ২০০৭ সালে চাঁদকে প্রদক্ষিণ করার জন্য চেঙ্গি নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল। এটি ১৬ মাস চাঁদকে প্রদক্ষিণ করে। পরিকল্পনা অনুযায়ী পরে এটিকে সেখানেই ধ্বংস করা হয়। এএফপি।

সর্বশেষ খবর