বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
যৌথবাহিনীর অভিযান

১৫ জেলায় ১৮০ জন গ্রেফতার, ২৩ মামলায় আসামি ৮৫০০

সারা দেশে পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় ১৫ জেলায় এ অভিযানে অন্তত ১৮০ জন গ্রেফতার হয়েছে। আটক ব্যক্তিরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশের দাবি নাশকতামূলক কাজের পরিকল্পনা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া দশম সংসদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় অন্তত আরও ২৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাত হাজার। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : যশোর : যশোর পুলিশের মুখপাত্র এএসপি (সদর) রেশমা শারমীন বলেন, শহরে হরতালের পিকেটিং করার সময় যশোর পৌরসভার কাউন্সিলর আনিসুর রহমান মুকুল, বিএনপি নেতা মাসুদুজ্জামান, সদস্য আরিফসহ ১৩ জনকে আটক করা হয়। লক্ষ্মীপুর : নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রামগতিতে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা : চার উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে যৌথবাহিনী ১২ জনকে গ্রেফতার করেছে। নোয়াখালী : পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ জন কর্মীকে আটক করা হয়েছে। কুষ্টিয়া : মিরপুর উপজেলা সদরে গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে। সিলেট : মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলা দক্ষিণ জামায়াতের আমির হাফিজ মো. আনোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে। চাঁদপুর : চাঁদপুরে ১৮ দলীয় জোটের ৮ কর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতদের মধ্যে সাতজন বিএনপির ও একজন শিবিরের। কুমিল্লা : কুমিল্লায় হরতালে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বুড়িচংয়ের বিএনপি-জামায়াতের ৩৪ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বগুড়া : জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহবুদ্দিনসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। দিনাজপুর : বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের মধ্যে জামায়াতের পাঁচজন ও বিএনপির দুজন রয়েছে। রংপুর : রংপুর-৪ আসনে ভোট কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও ব্যালট বাঙ্ লুটপাট এবং অগি্নসংযোগের ঘটনায় ৪৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ জামায়াত-শিবিরের ৬ হাজার নেতা-কর্মীর নামে আরও ৭টি মামলা করা হয়েছে। পাবনা : বিকালে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। নাটোর : গত রাতে অভিযানে জেলার সদর উপজেলায় চারজন, বাগাতিপাড়ায় একজন ও গুরুদাসপুর উপজেলা থেকে একজনকে আটক করা হয়েছে। গাজীপুর : সাম্প্রতিক অবরোধে পেট্রলবোমা নিক্ষেপ ও দগ্ধদের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা করায় এক নারীসহ আহত তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
তারা হলেন রিপন (৩০), আরমান (৩২), লিটন (৩৩), জুয়েল (৩০), রায়হান ৩২), ফরিদ (৩৩), মামুন (৩১) ও মোবারক (৩৫)। আটকরা হলেন আন্দারমানিক গ্রামের আহত দেলোয়ার হোসেন (২৩), আতাউর রহমান (৪৫) ও পারভীন অক্তার (৩৫)। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর