বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
৫ মে নিয়ে অধিকারের তথ্য

আদিল ও এলানের বিচার শুরু

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতবিরোধী অভিযানে 'নিহতের' সংখ্যা নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগে মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ নজরুল ইসলাম শামীম বলেন, অভিযোগ গঠনের আগে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন। এর ফলে আসামিদের বিচার শুরু হলো। তিনি আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম ৪ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আদিল ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১১ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন সাইবার ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কোনো ব্যক্তির নিহত কিংবা নিখোঁজের ঘটনা ঘটেনি। বরং হেফাজতে ইসলামের কর্মীরা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হেফাজত কর্মীদের আক্রমণে এস আই শাহজাহান নামের এক পুলিশ সদস্য নিহত হন। সারা দিনের সংঘর্ষে সর্বমোট ১১ জন নিহত হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনায় নিহত ব্যক্তিদের মৃতদেহের ছবি সংগ্রহ করে ফটোশপের মাধ্যমে বানোয়াট ক্যাপশন তৈরি করে অধিকার ১০ জুন প্রতিবেদন প্রকাশ করে। অধিকার নামের সংগঠনটি হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে সম্পূর্ণ কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করে। সেই কাল্পনিক প্রতিবেদন অধিকারের ওয়েবসাইটে প্রকাশ করে আসামিরা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছেন।

সর্বশেষ খবর