বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বগুড়ার সেই শিক্ষক বরখাস্ত

অধিক সরকারি অনুদান পাওয়ার লোভে নিজ বিদ্যালয়ের আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগে আটক বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল সন্ধ্যায় তাকে বরখাস্ত করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বিদ্যালয়ের আসবাবপত্র পুড়িয়ে ফেলার ঘটনায় প্রধান শিক্ষক আবদুল মান্নানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে ওই বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত প্রধান শিক্ষক আবদুল মান্নানকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মামলায় প্রধান শিক্ষক আবদুল মান্নানই একমাত্র আসামি।

জানা যায়, ওই স্কুলটি ভোট কেন্দ্র ছিল। গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগের দিন রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে ভাঙচুর ও অগি্নসংযোগ করে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওই বিদ্যালয়টি তালিকাভুক্ত করেন। অনুদান বেশি পাওয়ার আশায় গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বেশ কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সর্বশেষ খবর