বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

মোদীর জনসভায় প্রবেশ মূল্য ১০০ রুপি

মোদীর জনসভায় প্রবেশ মূল্য ১০০ রুপি

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভা। সেখানে আসছেন দলটির আগামী লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তবে সেখানে সবাই ঢুকতে পারবেন না। ঢুকতে চাইলে দিতে হবে টাকা, নিতে হবে টিকিট। এ টিকিটের জন্য ব্যয় করতে হবে ১০০ রুপি। আর গতকাল থেকে শুরু অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি জনসভায় প্রবেশের অনুমতি হিসেবে এ টিকিটের ব্যবস্থা নিল। যদিও এ টিকিটের চাঁদাকে 'টিকিট' নয় 'অনুদান' বলতে চাইছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিনহা। জানা গেছে, মোদীর ওই জনসভাস্থলে মোট ৩০ হাজার আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে টিকিট কেটেই প্রবেশ করতে পারবেন নেতা-কর্মীরা। টিকিটের মাধ্যমে ওঠা অর্থ (রুপি) আগামী লোকসভা নির্বাচনে দলের প্রচারের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। রাহুল সিনহা জানিয়েছেন, কেউ চাইলে ওই অনুদান আরও বাড়িয়ে দিতে পারেন। তবে সর্বনিম্ন ১০০ রুপি দিয়েই ঢুকতে হবে।

অবশ্য, বিজেপির এ ধরনের সভায় আগে থেকেই টিকিটের নিয়ম চালু আছে। আর তা ৫ থেকে ১০ রুপির মধ্যে সীমাবদ্ধ ছিল। এপ্রিলের লোকসভা নির্বাচনে মমতার এ দুর্গে কমপক্ষে পাঁচটি আসনের আশা করে বিজেপি। এনডিটিভি।

 

 

সর্বশেষ খবর