বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ভারতে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ!

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপড়নের মাঝে আরও কঠোর মনোভাব দেখাল ভারত। ভিসা জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের কথা বলেছে ভারত। তা না হলে আগামী ১৬ জানুয়ারির মধ্যে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধের কথা বলা এর মাধ্যমে দিলি্লতে মার্কিন দূতাবাসে দেওয়া কূটনীতিক সুবিধা আরও কমানো হলো। এর আওতায় যে কোনো মার্কিনি অর্থাৎ যারা দূতাবাসের সামাজিক ক্লাবের কূটনীতিক নয় তাদের যাওয়া নিষিদ্ধ। ভিসার মেয়াদ শেষ হওয়া শত শত মার্কিনি দূতাবাস এলাকায় থাকা ওই ক্লাবের সুবিধা নিয়ে থাকেন। যেখানে রয়েছে মদ, ভিডিও ক্লাব, সুইমিং পুল, রেস্টুরেন্ট, বিউটিপার্লার ও জিমের সুবিধা। গতকাল গণমাধ্যমে জানানো হয়, আগামী ১৬ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রকে দিলি্ল দূতাবাসে অকূটনীতিকদের বাণিজ্যিক সুবিধা বন্ধ করতে হবে। এ ছাড়া ভারতের রাস্তায় মার্কিন দূতাবাসের কোনো গাড়ি সহিংসতার শিকার হলে সরকার কোনো দায় নেবে না বলেও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে নয়াদিলি্ল। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর