বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

নিউইয়র্কে বাংলাদেশি নিহত \\\'খুনি\\\' গ্রেফতার

নিউইয়র্কে বাংলাদেশি নিহত \\\'খুনি\\\' গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। সোমবার রাতে ব্রুকলিনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিউতে নিজের বাসভবনের বেজমেন্টে মহিউদ্দিন মাহমুদ দুলালের (৫৭) গলা কাটা লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। বিডিনিউজ। দুলালের বাড়ির বেসমেন্টে ভাড়া থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের রাসেল (৩২)। তবে ঘটনার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। দুলালের ছোট ভাই ওই এলাকার বাসিন্দা হানিফ মাহমুদ আকবর বলেন, রাত ১২টায় খবর পেয়ে বেজমেন্টের সিঁড়ির গোড়ায় দুলালের লাশ দেখতে পাই। এরপর পুলিশ এসে সবকিছু বন্ধ করে দেয়। চট্টগ্রাম সন্দ্বীপের রহমতপুরের কারগিল গভর্নমেন্ট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হোসেনের বড় ছেলে দুলাল ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

স্ত্রী এবং তিন সন্তান নিয়ে তিনি থাকতেন। বাড়ির নিচ তলায় গহনার দোকান দিয়েছিলেন দুলাল। বছর দেড়েক আগে দোকান তুলে তা ভাড়া দেন 'পিপল এন টেক' নামে একটি কম্পিউটার সফটওয়্যার টেস্টিং ট্রেনিং ইনস্টিটিউটকে। তবে এ ইনস্টিটিউট দিয়ে যাওয়া যায়, সে রকম বেজমেন্টে স্থাপন করেছিলেন 'চেক-ক্যাশ' করার ব্যবসা। সেখানেই খুন হন দুলাল।

 

 

 

সর্বশেষ খবর