বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

হরতাল বন্ধে আইন করা উচিত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবরোধ একটা মারাত্মক ধ্বংসাত্দক কার্যক্রম। সব যানবাহন বন্ধ করে রেখেছে। আমাদের দুর্ভাগ্য যে, অর্থনীতির বিপর্যস্ত অবস্থা- আমরা নিজেরাই এটা তৈরি করে রেখেছি। এ মুহূর্তে বিদেশি কোনো ভীতি নেই। তিনি আরও বলেন, হরতাল-অবরোধ অর্থনীতিকে বিপর্যস্ত করছে। যেই হরতাল করুক এটা সহিংস হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য হরতাল বন্ধে আইন করা উচিত। হরতাল নিষিদ্ধ হওয়া উচিত। এ জন্য সংসদে আমি একটা প্রস্তাব করতে রাজি আছি। গতকাল সচিবালয়ে নিজ দফতরে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, বিরোধী দল বুঝতেই চাচ্ছে না। খালেদা জিয়া তো মানবেই না। কিন্তু তার সঙ্গে যে সাঙ্গোপাঙ্গরা আছেন, তারা তো নির্বোধ নন। তাদের সঙ্গে অনেক ব্যবসায়ীও আছেন। তাদের নিজেদের স্বার্থ বোঝা উচিত। জামায়াতকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি নসরুল হামিদের নেতৃত্বে প্রতিনিধি দল অর্থমন্ত্রীর কাছে আবাসন খাতের উন্নয়নে নগদ তিন হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাব করেন। এ ছাড়া ব্যাংকঋণের সুদের হার কমানোরও প্রস্তাব করেন তারা।

সর্বশেষ খবর