রবিবার, ৩০ মার্চ, ২০১৪ ০০:০০ টা
টাঙ্গাইল-৮ উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী জিতলেন সাড়ে ৪ হাজার ভোটের ব্যবধানে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৯৬০ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ৭১ হাজার ৪০৮ ভোট। জয় প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। শওকত মোমেন গত ২০ জানুয়ারি মারা গেলে আসনটি শূন্য হয়। গতকাল রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। এদিকে ফল ঘোষণার আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক (নির্বাচনী প্রতীক হরিণ) অভিযোগ করেছেন, জয়ের লোকজন ২০-২৫টি কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। টাঙ্গাইল-৮ আসনের ১১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। চারজন প্রার্থী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুজন হলেন- জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী লিয়াকত আলী। ওই আসনে ভোটার ৩ লাখ সাত হাজার ৩২৮ জন। নির্বাচনে অংশ নিতে পারেননি কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
 

সর্বশেষ খবর