শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
১৯ দলের বৈঠকে খালেদা জিয়া

বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিন

বিএনপি ঘোষিত লংমার্চে ১৯ দলীয় জোট অংশ নেবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সামনে কঠোর কর্মসূচির আগে জোটগতভাবে ইস্যুভিত্তিক আন্দোলনের জন্য জোটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত হয়। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯ দলীয় জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে বেগম জিয়া জোট নেতাদের বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান অবৈধ সরকারকে সরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই। সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। রাত সাড়ে ৯টা থেকে দীর্ঘ দুই ঘণ্টার এই বৈঠকে চলমান রাজনীতি ছাড়াও পরিবেশবাদী আন্দোলনের নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিকীর অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসহাক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন, ন্যাপ-ভাসানীর সভাপতি জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।
 

সর্বশেষ খবর