শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
কুষ্টিয়ায় যৌন কেলেঙ্কারি

আওয়ামী লীগ নেতাসহ চার আসামি চার্জশিট থেকে বাদ!

কুষ্টিয়ায় বহুল আলোচিত যৌন কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলার আসামি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদকসহ চার আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত আগস্ট মাসে কুষ্টিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহব্বত হোসেনের স্ত্রীর সঙ্গে শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের অবৈধ সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। দল থেকে বহিষ্কার করা হয় ওই নেতাকে। এ ঘটনায় মহব্বত হোসেন বাদী হয়ে মোমিনুর রহমান মোমিজ, তার স্ত্রী মিতা, মোমিজের দুই সহযোগী এসএম বিদ্যুৎ ও মধুর নামে পর্নোগ্রাফি আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয় আসামিরা। পরে নিু আদালত উচ্চ আদালতের আদেশ বহাল রাখে। এদিকে মহব্বত হোসেন অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ওসি (তদন্ত) রবিউল হোসেনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রভাবিত হয়ে আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আসামিদের নাম চার্জশিট থেকে বাদ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। মোমিজ মিতাকে স্ত্রী সাজিয়ে আদালত থেকে জামিন নিয়েছে। তার সঙ্গে মিতার বিবাহ বিচ্ছেদ হয়নি। মোমিজ তার (মহব্বত) স্ত্রীকে ব্লাকমেইল করে এসব জঘন্য কাজ করে নিজেই মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এখন তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

সর্বশেষ খবর