শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

শামসুদ্দিন জেলহাজতে ১২ জনকে হত্যার অভিযোগ

শামসুদ্দিন জেলহাজতে ১২ জনকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার অ্যাডভোকেট শামসুদ্দিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি অ্যাডভোকেট শামসুদ্দিনকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। আদালতে হাজির করার সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামের মিয়া হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ২০১০ সালের ২ মে মামলাটি করেন। এ মামলার অন্য আসামি শামসুদ্দিনের সহোদর ক্যাপ্টেন (অব.) নাসির উদ্দিন আহমেদ পলাতক রয়েছেন। শামসুদ্দিনের বিরুদ্ধে করিমগঞ্জের রামনগর গ্রামের পরেশ সরকারসহ ১২টি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর