শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ট্রাকচাপায় নিহত দুই বিজিবি সদস্য

ফুলবাড়ীতে সংঘর্ষ, গুলি

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের রাজারামপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়নের সদস্য রুবেল  হোসেন (২২) ও আল আমিন (২৪)। এদিকে, এ ঘটনার পর বিজিবি সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে ও সড়ক অবরোধ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ২টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ময়দার মিল মোড়ে দুই বিজিবি সদস্য মোটরসাইকেলযোগে ক্যাম্পে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল আরোহী দুজন বিজিবি সদস্য নিহত হন। এ সময় পেছনে থাকা অন্য মোটরসাইকেল আরোহী দুই বিজিবি সদস্য ট্রাক ড্রাইভারকে আটক করার জন্য পার্শ্ববর্তী মির্জা ময়দার মিলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিজিবি সদস্যরা জানার পর ক্যাম্প থেকে শতাধিক বিজিবি সদস্য রাজারামপুর মোড় ও পার্শবর্তী ভিমলপুর মোড়ে দোকান-পাটে হামলা চালায় এবং উপস্থিত জনতাকে লাঠিপেটা করলে ১০ জন আহত হন।  পরে গ্রামবাসী ভিমলপুর থেকে ফকিরপাড়া মোড় পর্যন্ত মহাসড়ক অবরোধ করলে বিজিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ী থানা পুলিশ অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হলে বিজিবি সদস্যরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে ভিমলপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৪) আহত হন। এ ঘটনার পর দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে গ্রামবাসী। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, সহকারী পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল আবু তারেক, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, ২৯ বিজিবি কমান্ডার লে. কর্নেল জাহেদুর রশিদ, ফুলবাড়ী থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

সর্বশেষ খবর