শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

গুডবাই বলে অস্ট্রেলীয় নারীর কুয়াকাটা ত্যাগ

গুডবাই বলে অস্ট্রেলীয় নারীর কুয়াকাটা ত্যাগ

দুই দিন ভ্রমণ শেষে অস্ট্রেলিয়ান নারী স্যান্ডি রভসন ‘গুডবাই’ বলে গতকাল সকালে কুয়াকাটা ত্যাগ করেছেন। এ সময় শত শত কৌতূহলী মানুষ সৈকতে ভিড় জমান। স্যান্ডি বলেন, ‘কুয়াকাটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে।’
স্যান্ডি ফাইভার প্যাডেল নৌকাযোগে কুয়াকাটা ত্যাগ করেন। রাঙ্গাবালির সোনারচর, হাতিয়া, সন্দ্বীপ হয়ে কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমার, থাইল্যান্ডে প্রবেশ করবেন বলে তিনি জানান। উল্লেখ্য, গত বুধবার বিকালে রভসন কুয়াকাটা সমুদ্রসৈকতে এসে হোটেল বনানীতে উঠেন। ছোট ফাইবার বোটে দাঁড় বেয়ে একা একজন বিদেশি নারীকে দেখে সৈকতে সাড়া পড়ে যায়। কুয়াকাটায় অবস্থানের সময় রভসন সাংবাদিকদের জানান, সমুদ্রপথে বিশ্ব ভ্রমণের মাধ্যমে গিনেস বুকে রেকর্ড করতে তার এ ভ্রমণ। তিনি এ জন্য সবার আশীর্বাদ কামনা করেন। কুয়াকাটা সম্পর্কে তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব ভালো, আমাকে খুবই সহযোগিতা দিয়েছেন।’ তিনি এও জানান, বাংলাদেশে আসার আগে তিনি ২৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়েছেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল জানান, অস্ট্রেলিয়ান নারী স্যান্ডি রভসনের অবস্থানকালে পুলিশ সব ধরনের নিরাপত্তা প্রদান করেছে।

 

সর্বশেষ খবর