শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ক্ষমতার লড়াইয়ে মানুষ হতাশ

মাওলানা মাহফুজুল হক

ক্ষমতার লড়াইয়ে মানুষ হতাশ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দুই জোটের ক্ষমতার লড়াইয়ের কারণে দেশের মানুষ হতাশ। তিনি বলেন, দেশ এখন যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। যাত্রীবাহী বাসে একের পর এক বোমা হামলায় নারী-শিশুসহ নিরীহ মানুষ মারা যাচ্ছে। এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন তিনি। মাওলানা মাহফুজুল হক বলেন, দেশে খুন গুম সন্ত্রাস চাঁদাবাজি বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ক্রসফায়ারে মৃত্যু ঘটছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে। অথচ মন্ত্রীরা নির্লজ্জভাবে বলে চলেছেন, দেশ ভালো চলছে। চলমান সংকট নিরসনে সরকারকেই দ্রুত সংলাপের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশের মানুষের জানমালের নিরাপত্তায় খেলাফত মজলিস আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। মাওলানা মাহফুজুল হক বলেন, রাজনীতিবিদ ও সুশীল সমাজসহ দেশের অধিকাংশ নাগরিকের প্রত্যাশা, সংকট নিরসনে দুই জোটের মধ্যে সংলাপ। সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ তো নিচ্ছে না। বরং একগুঁয়েমি মনোভাব প্রকাশ করে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, দুই জোটের ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এর জন্য সরকারই মূলত দায়ী।

 

সর্বশেষ খবর