শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

দুই পক্ষকেই ছাড় দিতে হবে

হাফেজ জিয়াউল হাসান

দুই পক্ষকেই ছাড় দিতে হবে

সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেছেন, জাতীয় স্বার্থে সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর আলোচনা হতে হবে। সে জন্য চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করে ২০-দলীয় জোটকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিএনপিকে যুদ্ধাপরাধী ও জঙ্গি সংগঠনমুক্ত হতে হবে। সরকারকেও নমনীয় হতে হবে। তাহলেই কেবল আলোচনা বৈঠক সফল ও সার্থক হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেন, আগামী প্রজন্মের সমৃদ্ধির কথা ভেবে উভয় পক্ষকে আলোচনায় বসতে হবে। সামনে এসএসসি পরীক্ষা। অবরোধের মধ্যে পরীক্ষার্থীরা কীভাবে এ পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন। ২০-দলীয় জোটের কর্ণধারদের ন্যূনতম দেশপ্রেম থেকে থাকলে পরীক্ষার সময় অবশ্যই চলমান অবরোধ প্রত্যাহার করবেন। তিনি বলেন, দেশে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তির মধ্যে অঘোষিত একটা যুদ্ধ চলছে। যে কোনো মূল্যে ’৭১-এর শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য স্বাধীনতাবিরোধীদের পরাজিত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, যে নির্বাচনে যুদ্ধাপরাধী এবং জঙ্গি সংগঠনের রাষ্ট্রীয় ক্ষমতায় উত্থানের সম্ভাবনা রয়েছে, যে নির্বাচনের মাধ্যমে স্বাধীনতাবিরোধীরা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াবে সে নির্বাচন ও গণতন্ত্র আমরা চাই না। এক প্রশ্নের জবাবে হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেন, আদালত কর্তৃক দণ্ডিত কোনো ব্যক্তির জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পড়তে দেওয়া ঠিক নয়।

সর্বশেষ খবর