শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হতে বললেন রাষ্ট্রপতি

অবরোধের নামে নাশকতায় জড়িতদের গণতন্ত্রের শত্রু আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি জোটের লাগাতার অবরোধের ২৪তম দিনে গতকাল বঙ্গভবনের দরবার হলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। অবরোধের ২৪ দিনে নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিককালে যেভাবে নিরীহ মানুষকে পেট্রলবোমা নিক্ষেপ করে, গাড়িতে আগুন ধরিয়ে অবলীলায় পুড়িয়ে হত্যা করা হচ্ছে তাতে গোটা দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত, মর্মাহত। যারা এসব নৃশংসকাজে জড়িত তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। পুলিশ সদর দফতর, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আবদুল হামিদ বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। শান্তি ও সমৃদ্ধির অন্যতম অন্তরায় এই দুষ্টচক্র আজ কোনো দেশের একক ভূখণ্ড ও সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এ কারণে পুলিশকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অস্ত্র, মাদক ও মানব পাচারের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা করতে হচ্ছে। তথ্যপ্রযুক্তি নির্ভর সাইবার ক্রাইম, মানি লন্ডারিংয়ের মতো আন্তঃদেশীয় অপরাধসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত অপরাধ দমনে বিশেষ কার্যক্রম নিতে হচ্ছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, আশার কথা, দেশে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ভূমিকা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতেও বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আইনের শাসন প্রতিষ্ঠায়, সংবিধান ও গণতন্ত্র সুরক্ষাসহ রাষ্ট্রবিরোধী সব অপতৎপরতা রোধে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পুলিশ বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অপরাধীদের গ্রেফতার এবং নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনার ওপরই আইনের শাসন ‘অনেকাংশে’ নির্ভর করে। পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, আইজিপি শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর