শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ছয় শতাংশ প্রবৃদ্ধি হবে : গভর্নর

নতুন মুদ্রানীতি ঘোষণা

নতুন মুদ্রানীতি ঘোষণা

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশয় থাকলেও এই আশাবাদ নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চলতি অর্থবছরের (২০১৪-১৫) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবুল কাশেম, আবু হেনা মো. রাজি হাসান, নাজনীন সুলতানাসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর বলেন, ‘গত এক বছরে আমাদের আর্থিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরে এসেছিল। বৈদেশিক লেনদেন ভারসাম্যে ঘাটতি কমেছে। এতে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অতিক্রমের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক অস্থিরতার পুনরাবির্ভাব প্রবৃদ্ধির সম্ভাবনায় সংশয় তৈরি করেছে। চলতি অর্থবছরে ঋণ জোগান প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এর পরও গড় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। সরকারের ব্যাংকবহির্ভূত অর্থায়ন, জ্বালানি খাতে ভর্তুকি কমায় এটা সম্ভব হয়েছে। কয়েক মাস ধরে ঋণ জোগান ঊর্ধ্বমুখী থাকায় জিডিপি প্রবৃদ্ধি হার বৃদ্ধি পাবে।’ তিনি বলেন, ‘আশা করি অচিরেই দেশে সুস্থিতি ফিরে আসবে এবং আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব।’ গভর্নর আরও বলেন, ‘প্রথমার্ধের মুদ্রানীতিতে ঋণ জোগানে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ শতাংশ কম। নতুন মুদ্রানীতিতে আমরা বিনিয়োগ প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বেসরকারি খাতে ঋণ জোগান ও মুদ্রা জোগানে সহনশীল হবে ব্যাংক।
 ইতিমধ্যে ঋণের সুদহার অনেক ব্যাংক কমিয়েছে। স্প্রেড হার আমরা ৫ শতাংশের নিচে রাখব।’ গভর্নর বলেন, ‘বেসরকারি খাতে ঋণ জোগানে সাড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।

সর্বশেষ খবর