শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হার্টে মেয়াদোত্তীর্ণ রিং পরানোয় নিষেধাজ্ঞা

দেশের সব হাসপাতালে হৃদরোগীদের হার্টে মেয়াদোত্তীর্ণ রিং পরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ ছাড়া হৃদরোগের চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান ও রিং গ্রহণ এবং রোগীদের দেহে তা প্রতিস্থাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করে এক মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিৎসার ভয়াবহ তথ্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এ রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। তিনি বলেন, ১ মার্চ পরবর্তী আদেশ দেওয়া হবে।

সর্বশেষ খবর