শিরোনাম
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিমানের সিটের নিচে দুই কেজি সোনা

বিমানের সিটের নিচে দুই কেজি সোনা

শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ১৮টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। যার ওজন প্রায় দুই কেজি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-০৪৮) একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দীন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি বিমানবন্দরে ল্যান্ড করা ছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি করে একটি সিটের নিচে সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো কালো কাপড়ে বাঁধা সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ছিল। এর আগে গত বুধবার বিমান বন্দরের বৈদেশিক পোস্ট অফিসে গাড়ির যন্ত্রাংশের ভেতর থেকে সাড়ে ৪ কেজি এবং রবিবার কম্পিউটারের হার্ডডিস্কের ভেতরে ২ কেজি সোনার বার উদ্ধার করা হয়।

 

সর্বশেষ খবর