মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ঢাকার দুই সিটি নির্বাচন

প্রচারণা চলছে মেয়র প্রার্থীদের দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ইসি

প্রচারণা চলছে মেয়র প্রার্থীদের দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ইসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও নির্বাচন অনুষ্ঠানে ইসির তৎপরতা ঝিমিয়ে পড়েছে। তফসিল দেওয়া নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কমিশন। কবে নাগাদ তফসিল দেওয়া হবে তা এখনো স্পষ্ট করছে না ইসি। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের বাধা হিসেবে সীমানা জটিলতার কথা বললেও গত ২৮ জানুয়ারি সীমানা জটিলতা নিরসনের পর গেজেট করে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু এর পরও নির্বাচন অনুষ্ঠানে কমিশনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এ ছাড়া নির্বাচন কমিশন এখনো ঢাকা সিটি নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে কোনো নির্দেশনা দেয়নি। বর্তমানে এই শাখায় দক্ষ কর্মকর্তারও অভাব দেখা দিয়েছে। এই শাখার একজন দক্ষ কর্মকর্তা প্রশিক্ষণে থাকলেও তার পরিবর্তে থানা পর্যায়ের একজন কর্মকর্তা দিয়েই দায়সারা কাজ চালাচ্ছে ইসি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানেন না ডিসিসি নির্বাচনের খবরাখবর। এখনো ডিসিসি নির্বাচন সিইসি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে বলে জানা গেছে। তফসিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আমাদের মূল দেখার বিষয় পরীক্ষা ও রোজা। এ সময়টাকে ফিটিং করতে হবে। এটাকে বাঁচিয়ে রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। তবে কবে নাগাদ সেই বৈঠক হবে তা জানানো হচ্ছে না। এ ছাড়া চলমান রাজনৈতিক সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তহীনতায় অকেটাই হতাশ নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, কমিশন অনেক দিন ধরেই সরকারের ওপর দোষ চাপালেও এখন নিজেরাই নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটিতে প্রচারণায় নেমেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক। ঢাকা দক্ষিণে নেমেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। আগেই দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। তিনিও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সব নিয়ে দুই সিটিতে একডজন প্রার্থী কম-বেশি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপিও দুই সিটিতে প্রার্থী দিতে তৎপরতা শুরু করেছে। তারা বলেছেন, বিনা চ্যালেঞ্জে নির্বাচন ছেড়ে দেবেন না। এমনকি গতকাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সাবেক হুইপ শহীদুল হক জামাল ও সাবেক এমপি আবু হেনা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও তাদের দাবি, দলীয় প্রতিনিধি হয়ে যোগাযোগ করা হয়নি। তবে ‘সময় হলে’ সমর্থন জানানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী এক কমিটির সদস্য। এ ছাড়া প্রধানমন্ত্রী বার বার ঢাকা দুই সিটিতে অবিলম্বে নির্বাচন চাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন দায়সারাভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, আমরা নির্বাচন নিয়ে তেমন কিছুই জানি না। সিইসি ও সচিব পর্যায়ে এ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। বলা চলে কর্মকর্তারা ডিসিসি নির্বাচন নিয়ে অনেকটাই অন্ধকারে রয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকার দুই সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা না দিলেও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গ্রিন সিগন্যাল পেয়ে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী দিচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
ইসি সূত্রে জানা গেছে, আগামী মার্চের মাঝামাঝিতে তফসিল দিয়ে এপ্রিলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানানো হলেও ইসি এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। এ ছাড়া ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন একই দিনে করারও পরিকল্পনা রয়েছে ইসির। তবে রাজনৈতিক অবস্থার ওপর বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে বলে জানা গেছে।  
ডিসিসিতেও বিএনপি সমর্থিত প্রার্থী আসছে : বিএনপির সাবেক হুইপ শহীদুল হক জামাল ও সাবেক এমপি আবু হেনা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও তাদের দাবি, দলীয় প্রতিনিধি হয়ে যোগাযোগ করা হয়নি। গতকাল বিকালে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বিএনপির এই দুই সাবেক এমপি একান্তে বৈঠক করেন। এর মধ্যে বরিশাল-২ আসনের এমপি ছিলেন সাবেক হুইপ শহীদুল হক জামাল। খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামাল বিএনপি থেকে বছর আটেক আগে বহিষ্কৃত হন। রাজশাহীর বাগমারার সাবেক এমপি আবু হেনা বহিষ্কৃত হলেও বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত রয়েছেন। এ বিষয়ে সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানান, সিইসির সঙ্গে আলাপ শেষে যাওয়ার সময় ডিসিসির সীমানা সংক্রান্ত গেজেটও নিয়ে যান বিএনপির সাবেক এমপিরা।
 ডিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ার বিষয়ে আবু হেনা বলেন, চলমান পরিস্থিতিতে বিএনপি ওইভাবে প্রার্থী না দিলেও কাউকে না কাউকে সমর্থন দেবে। ক্যান্টনমেন্ট এলাকার ভোটার শহীদুল হক জামাল এখনো প্রার্থী হওয়ার বিষয়ে ঘোষণা না দিলেও ‘সময় মতো’ জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে সিইসি তাদের বলেছেন, আমরা নিরপেক্ষ নির্বাচন দেব। আগেও সিটি নির্বাচন করেছি। সব যেভাবে হয়েছে সেভাবেই সুষ্ঠু ভোট হবে। সবার অংশগ্রহণ চাই। ভালো নির্বাচন করব।

সর্বশেষ খবর