মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সাবেক কর কর্মকর্তাকে নিজ বাসায় হত্যা

সাবেক কর কর্মকর্তাকে নিজ বাসায় হত্যা

রাজধানীর রামপুরায় নিজ বাসায় খুন হয়েছেন আবু তাহের (৭০) নামে সাবেক কর কর্মকর্তা। গতকাল ভোরে পূর্ব রামপুরা টিভি গেট সংলগ্ন ৩৪৭ নম্বর রোডের তিন তলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডাকাতদের হামলায় গুরুতর অবস্থায় তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।
অন্যদিকে, রাজধানীর বংশালে তুচ্ছ ঘটনায় রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৩টার দিকে পুরান ঢাকার বংশাল নাজিরাবাজার চৌরাস্তার জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও ইউসুফ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
এদিকে, আবু তাহেরের মেয়েজামাই ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার শ্বশুর আবু তাহের একজন মুক্তিযোদ্ধা। তিনি দুই ছেলে, দুই মেয়ের জনক। গতকাল ভোরে কলিংবেল চাপলে আমার শাশুড়ি রোকেয়া বেগম দরজা খুলে দেন। এ সময় ডাকাত দল ঘরে ঢুকেই সবার হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে আমার শ্বশুর চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর করে ও সবার মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। ডাকাতি করার পর ঘরের গ্রিল কেটে ডাকাত দল বেরিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ৪৫ হাজার টাকা, ১২ ভরি সোনার অলঙ্কার ও বেশকিছু মূল্যবান জিনিস খোয়া গেছে বলে আমি জানতে পেরেছি।’ রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূইয়া জানান, নিহতের শরীরে বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাটি প্রকৃতপক্ষে ডাকাতি কি না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বংশালে যুবকের মৃত্যু : বংশালে তুচ্ছ ঘটনায় হাতাহাতি করতে গিয়ে রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বংশাল নাজিরাবাজার চৌরাস্তার জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে। রুবেল ওই জুতার কারখানায় কাজ করতেন। এ ঘটনায় পুলিশ রিয়াজ ও ইউসুফ নামে কারখানার দুই শ্রমিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, কাজের একপর্যায়ে রুবেলসহ তারা কারখানার সামনের সড়কে বের হন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। রুবেল ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের চাচা আবদুল মান্নান জানান, রুবেল বাকপ্রতিবন্ধী ছিল। রুবেলের বাবার নাম শামছুল হক। কুমিল্লার নাঙ্গলকোটে তাদের বাড়ি।

সর্বশেষ খবর