মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

জামিন পেলেন একরাম হত্যার আসামি মিনার

জামিন পেলেন একরাম হত্যার আসামি মিনার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গতকাল বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হককে। ওই দিন একরামের বড় ভাই রেজাউল হক ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৭ মে  গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেফতার করে। ৪ জুন তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি ১৭ জুলাই কারাগার থেকে মুক্তি পেলেও আপিল বিভাগ তাকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বিচারিক আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ফেনীর আদালত। ২১ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ঢাকার আদাবর থানা পুলিশ।

 

সর্বশেষ খবর