মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বাস থেকে ধাক্কা মেরে যাত্রী হত্যা

বাস ভাড়া নিয়ে সুপারভাইজার ও যাত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হেলপার বাস থেকে ধাক্কা দিয়ে রিপন নামে এক যাত্রীকে নিচে ফেলে দিলে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। গতকাল বেলা সোয়া ২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটেছে।
নিহত রিপন প্রগতি সরণির নর্দ্দা এলাকায় শ্যামলী বাস কাউন্টারের সামনের চায়ের দোকানদার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। রিপন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তার ৩ বছরের একটি মেয়ে রয়েছে।
বাসের যাত্রী শিমুল জানান, মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা তেঁতুলিয়া পরিবহনের যাত্রী রিপনের সঙ্গে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিশ্বরোড এলাকায় সুপারভাইজার তাকে জোর করে বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিয়ে গেটের কাছে নিয়ে যায়। বাসের গতি একটু কমিয়ে ফেললে হেলপার দরজা থেকে রিপনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে বাসের পিছনের চাকা রিপনের ওপর দিয়ে চলে যায়। বাসটি দ্রুত পালিয়ে যায়। এদিকে ঘাতক বাসসহ এর চালক, সুপারভাইজার ও হেলপারকে খুঁজছে পুলিশ।

সর্বশেষ খবর