মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রাম

গ্রহণযোগ্য মেয়র প্রার্থী সংকটে জাতীয় পার্টি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী সংকটে জাতীয় পার্টি (জাপা)। এ সংকটময় মুহূর্তে দলীয় শীর্ষ নেতারা গ্রহণযোগ্য প্রার্থী খুঁজছেন। তারা শক্তিশালী প্রার্থী খোঁজার পাশাপাশি চট্টগ্রামের সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী ও গতিশীল করারও প্রস্তুতি নিচ্ছেন। দলীয় প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে জোর-লবিং চালিয়ে যাচ্ছেন দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম। এদিকে দলে ফিরে মেয়র পদে মনোনয়নের চেষ্টা করছেন সাবেক প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠও। এদিকে, গত শনিবার চট্টগ্রামে দলীয় মতবিনিময় সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলীয় চেয়ারম্যান এরশাদ চসিক নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ সময় সোলায়মান শেঠ উপস্থিত ছিলেন না বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতিপূর্বে সোলায়মান শেঠকে দল থেকে বহিষ্কারের পরেও তিনি নিজেকে দলের প্রেসিডিয়াম সদস্য দাবি করে পত্রিকায় বিজ্ঞাপন দেন। কয়েকদিন আগে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে দেখা করলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন বলে সোলায়মান শেঠ দাবি করেন।  অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, সোলায়মান শেঠের বহিষ্কারাদেশ এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। এরপরও তিনি দলীয় পরিচয় দিচ্ছেন। জাপার চট্টগ্রাম নগর আহ্বায়ক সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ বলেন, সোলায়মান শেঠ এখন দলের কেউ নন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা হলেই দলের প্রার্থী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলে জানান দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবুল হাসান আমেদ জুয়েল। তিনি বলেন, তফসিল ঘোষণার পর যে কেউ মনোনয়ন চাইতে পারেন। এতে দলের চেয়ারম্যানের নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতারা কথা বলবেন। আলোচনার মাধ্যমে দলীয় প্রার্থীর পাশাপাশি নতুন বা বিকল্প প্রার্থীও আসতে পারেন। নগর জাপার সাবেক সভাপতি সোলায়মান শেঠ বলেন, চসিক নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইব। এজন্য মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমানে যারা প্রার্থী হওয়ার জন্য জোর লবিং করছেন, তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তিনি বলেন, বাসায় বসে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। অন্যদিকে দল থেকে মেয়র পদে অপর মনোনয়ন প্রত্যাশী মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, দলের চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবেন, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।

সর্বশেষ খবর