মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মা ঋণ শোধ করতে না পারায় মেয়েকে নির্যাতন

মা সুদের ঋণ পরিশোধ করতে না পারায় এর খেসারত দিতে হলো মেয়েকে। রশি দিয়ে হাত-পা বেঁধে টেনেহিঁচড়ে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয় স্থানীয় বাজারে। সেখানে গাছের সঙ্গে বেঁধে জনসম্মুখে চালানো হয় নির্যাতন। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে রবিবার বিকালে ঘটে এ ঘটনা। জানা যায় ওই এলাকার সাহিনা বেগম স্বামীর চিকিৎসার জন্য কয়েক বছর আগে স্থানীয় ফজলা গাইন ও মান্নান গাইনের কাছ থেকে ৭৩ হাজার টাকা সুদের ওপর ঋণ নেন। তাতেও স্বমীর জীবন রক্ষা না হওয়ায় ঋণের বোঝা চাপে সাহিনার কাঁধে। ৭৩ হাজার টাকার বিনিময়ে লক্ষাধিক টাকা সুদ দিয়েও ব্যবসায়ীদের দাপটে পালিয়ে বেড়াচ্ছেন সাহিনা। বাড়িতে ছিল তার মেয়ে শিখা (১৪)। ফজলা ও মান্নান প্রতিদিনই তাগাদা দিচ্ছে তার কাছে। টাকা দিতে না পারায় রবিবার বিকালে শিখাকে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে আসা হয় গোপালপুর হাটে। সেখানে গাছের সঙ্গে বেঁধে জনসম্মুখে চালানো হয় নির্যাতন। পরে গ্রামের মুরব্বিদের অনুরোধে ছেড়ে দিলেও হুমকি দেওয়া হয় বাড়িঘর লিখে দেওয়ার জন্য। ভুক্তভোগী শিখা বলেন, ‘তারা আমাদের কাছে যে টাকা পান তার অনেক গুণ বেশি সুদ নিয়েছেন। তাদের অত্যাচারে শেষ সম্বল বাড়িঘর বিক্রি করতে গেলে সেখানেও তারা বাধা দিচ্ছেন। ৫ লাখ টাকার জমি তারা মাত্র ৯০ হাজার টাকা দাম বলছেন।’ মান্নান ও ফজলা গাইন বলেন, ‘আমরা টাকা পাই বিধায় নির্যাতন করেছি এতে কার কী।’ কালকিনি থানার ওসি জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর