মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ফরিদপুরে আওয়ামী লীগের সংঘর্ষ পুলিশসহ আহত ৫০

সালথা উপজেলার গট্রি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ বেশকয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা মুন্নান কাজীর সমর্থকদের সঙ্গে গট্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সমর্থকদের হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকাল থেকে উভয় গ্রুপের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু সময়ের জন্য সংঘর্ষ থামালেও ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় সালথা থানার এসআই মনির হোসেন, কনস্টেবল মোহাম্মদ আলীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ থামাতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর