শুক্রবার, ২২ মে, ২০১৫ ০০:০০ টা
পাইপে জিহাদের মৃত্যু

আত্মসমর্পণের পর জামিন পেলেন প্রকৌশলী

রাজধানীর শাহজাহানপুরে পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে জামিন দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অশোককুমার দত্ত এ আদেশ দেন। এ সময় মামলার বাদী নিহত শিশু জিহাদের বাবা নাসির ফকির আদালতে উপস্থিত হয়ে বিচারককে জানান, 'আসামি জাহাঙ্গীর আলম জামিনে মুক্তি পেলে আমার কোনো আপত্তি নেই।' পরে বিচারক বাদীর জবানবন্দি নথিভুক্ত করে জাহাঙ্গীর আলমকে জামিনে মুক্তির আদেশ দেন। এর আগে দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন রেলের প্রকৌশলী জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাইপে ২৬ ডিসেম্বর পড়ে যায় শিশু জিহাদ। ওই গর্তটি পরিত্যক্ত হলেও তার মুখ খোলা রেখেই অন্য স্থানে কাজ চলছিল। ওই প্রকল্পের পরিচালক ছিলেন রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

 

সর্বশেষ খবর