শুক্রবার, ২২ মে, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কঙ্বাজারের মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও তাপস কান্তি বল। রানা দাশগুপ্ত শুনানিতে বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক কঙ্বাজারের সালামত উল্লাহ খান, মোহাম্মদ রশিদ ও পলাতক মৌলভি জাকারিয়ার বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে। এই মামলায় আরও ১৬ জনের বিরুদ্ধে তদন্তে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এ মামলায় প্রসিকিউশন প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। ২২ জুলাই পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর