শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশে ব্লগার হত্যায় রুশদিসহ ১৭৮ লেখকের নিন্দা

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন সালমান রুশদি ও মার্গারেট অ্যাটউডসহ বিশ্বের ১৭৮ জন লেখক। ব্রিটেনের দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা বাংলাদেশ সরকারকে মুক্তচিন্তা সুরক্ষা ও হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। আবারও যেন ব্লগার হত্যাকাণ্ড না ঘটে, তা নিশ্চিতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতেও আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখকরা। বুকার পুরস্কারজয়ী ঔপন্যাসিক মার্টেল বলেন, 'আমি চিঠিতে স্বাক্ষর করেছি বড় একটি কারণে। বাংলাদেশ সরকার হয়তো এ চিঠির দ্বারা পশ্চিমা দেশগুলোর চাপের চেয়ে বেশি প্রভাবিত হবে। আমার আশা এ চিঠির কারণে শেখ হাসিনার সরকার সত্যিকার অর্থেই সক্রিয় হবে।' গার্ডিয়ানের খবরে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলার শিকার হন। ওই হামলায় অভিজিৎ নিহত হন। পরের মাসেই আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়। বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটলেও এর জন্য কাউকে গ্রেফতার করতে না পারায় লেখকেরা ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন। খোলা চিটিতে বলা হয়, এ তিন ব্লগারসহ ২০১৩ সাল থেকে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশকারী লেখক ও সাংবাদিকদের প্রতি এমন সহিংসতার ঘটনায় তারা উদ্বিগ্ন। মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশের অন্যতম মৌলিক অধিকার ও মানবাধিকার বলে উল্লেখ করে এই লেখকরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনন্ত, ওয়াশিকুর ও অভিজিৎ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর