শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে ভেজাল ওষুধ কারখানা

মালিক গ্রেফতার

রাজধানীর খিলগাঁওয়ে গবাদিপশু ও হাঁস-মুরগির অবৈধ ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে খান ফার্মা নামে এক প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামানকে গ্রেফতার করেছে র‌্যাব। ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে তাকে এক বছর কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং কারখানাও সিলগালা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে খিলগাঁও হাইওয়ে রোডের খান ফার্মায় অবৈধ ও ভেজাল পোল্ট্রি ওষুধ উৎপাদন এবং মজুদের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় দুই বছর এভাবে ভেজাল ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন। ওষুধ ব্যবসা পরিচালনা করার কোনো বৈধ লাইসেন্সও তার নেই। ওষুধের প্যাকেটের গায়ে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করার কথাও স্বীকার করেন তিনি। মারুফ আহমেদ আরও বলেন, উৎপাদিত বিষাক্ত ওষুধ গবাদিপশুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। যার প্রতিক্রিয়ায় মানুষ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল ওষুধও জব্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর