শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

সবচেয়ে ঘৃণিত মানুষ বুশ!

সবচেয়ে ঘৃণিত মানুষ বুশ!

ইতিহাসের সবচেয়ে বাজে মানুষের তকমা পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ। এই তালিকায় জায়গা পেয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন ও লেনিন, জার্মানির অ্যাডলফ হিটলার এবং চীনের মাও সেতুং! আর্জেন্টিনা, ইতালি, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ ৩৭টি দেশের সাত হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মতামত নিয়ে এই জরিপ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি করেছেন স্পেনের ইউনিভার্সিটি অব ব্যাসকিউ কান্ট্রির একজন শিক্ষক দারিও পায়েজ। ঘৃণিত ব্যক্তির তালিকায় আরও আছেন ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, চেঙ্গিস খান, সালাদিন ও কিন সি হুয়াং। পায়েজ বলেন, ছাত্রদের যখন ইতিহাসের খলনায়কের ব্যাপারে মত দেওয়ার কথা বলা হয়, তখন তারা দ্বিধান্বিত হয়ে পড়েন। একই ব্যক্তিকে কোনো দেশে চরম নেতিবাচক হিসেবে মত দিলেও আরেক দেশে তাকে ততটা নেতিবাচক হিসেবে মনে করা হয়নি। এমনকি ওই ব্যক্তিকে আরেক দেশে ইতিবাচক হিসেবেও মত দেওয়া হয়েছে। বিষয়টি ওসামা বিন লাদেনের ক্ষেত্রে ঘটেছে। এ ছাড়া এমন আরও কিছু ব্যক্তিত্ব পাওয়া গেছে, রাজনৈতিক বিবেচনায় যাদের অবস্থান একেকজনের কাছে একেক রকম। কিন্তু জরিপে অংশগ্রহণকারী সবাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশের ব্যাপারে একই মত দিয়েছেন। তারা সবাই বুশকে অপছন্দের ব্যক্তির কাতারে ফেলেছেন।

 

সর্বশেষ খবর