মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫ ০০:০০ টা

সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন অসম্ভব নয়

বিশ্বব্যাংক

প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা অর্জন অসম্ভব না হলেও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ডাকা এক সংবাদ সম্মেলনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে এ ধরনের পর্যবেক্ষণ দেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপির বিপরীতে এখনকার বিনিয়োগের হার ২৯ শতাংশের চেয়ে আরও ২ থেকে ২ দশমিক ৫ শতাংশ বাড়াতে হবে। বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করা যায় এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। জাহিদ হোসেন বলেন, ‘বিনিয়োগ বাড়াতে এবারের বাজেটে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে, যার কয়েকটির কাজ এ বছরের মধ্যে শেষ হবে। বিদ্যুৎ উন্নয়ন বাড়াতেও নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। সে কারণেই আমার মনে হয়, চ্যালেঞ্জ হলেও ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না।’ এর আগে শুক্রবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’-এ বলা হয়, নতুন অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ ছাড়াবে না। বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের ওই মূল্যায়ন সম্পর্কে প্রশ্ন করা হলে ড. জাহিদ বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের যে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে তা পৃথিবীর ২০টি দেশেরও নেই। সুতরাং ৬ শতাংশ প্রবৃদ্ধির যে ফাঁদ বলা হয়, তা নেগেটিভ অর্থে না দেখে পজেটিভ অর্থে মূল্যায়ন করা উচিত। প্রবৃদ্ধি নিয়ে আশার কথা শোনালেও আগামী অর্থবছরে রাজস্ব আদায় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়িত হবে কি না, এ নিয়ে শঙ্কা রয়েছে বিশ্বব্যাংকের। সংস্থাটি বলছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি নির্ভর করছে রাজস্বনীতি ও কর প্রশাসনের দক্ষতার ওপর। আর এডিপির পুরোপুরি বাস্তবায়ন না হলে তাতে অর্থনীতির বড় ধরনের কোনো ক্ষতি হবে তা নয়। তবে এ ক্ষেত্রে এডিপির অর্থ কোথায় খরচ হচ্ছে তা একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে।

সর্বশেষ খবর