মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫ ০০:০০ টা

যুবলীগ নেতার গুলিতে আওয়ামী লীগ নেতা আহত

যুবলীগ নেতার গুলিতে পুরান ঢাকার বংশাল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী রিপন (৩৮) আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ১টার দিকে মালিটোলার একটি টংঘরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, রিপনের ডান পায়ের হাঁটুর নিচে দুটি ও বাম হাতে একটি গুলির চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
রিপনের বড় ভাই হাজী লাভলু জানান, রিপন বংশালের মালিটোলার একটি টংঘরে ফোমের দোকানে বসেছিলেন। দুপুরে ওই ওয়ার্ডেরই যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ ৬-৭ জন দোকানের ভিতরে ঢুকে রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। একপর্যায়ে আশিক রিপনকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে তার শরীরে তিন রাউন্ড গুলি লাগে। এ ছাড়া তার মাথায় এবং শরীরে জখমের চিহ্নও রয়েছে। তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় ওয়ার্ড কমিশনার প্রার্থীদের পক্ষে-বিপক্ষে প্রচারণার জের ধরে তাকে মারধর ও গুলি করা হয়েছে। আহত রিপন জানান, ‘আমি দীর্ঘদিন ধরে ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। গত নির্বাচনে আমি দলীয় প্রার্থী গোলাম মোস্তফার নির্বাচন করি। আর আশিক আবু সাঈদের নির্বাচন করে। নির্বাচনে আবু সাঈদ জয়লাভ করে। ওই সময় থেকেই আশিকের সঙ্গে আমার মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে তারা আমাকে বেধড়ক পেটায় এবং গুলি করে হত্যার চেষ্টা চালায়।’ তিনি পরিবারের সঙ্গে পুরান ঢাকার মালিটোলা লেনের ২৯/১ নম্বর বাড়িতে থাকেন। বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানান, রিপনকে গুলি করার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর