মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫ ০০:০০ টা

নিখোঁজ ছাত্রদল নেতা খোকন তিন মাস পর গ্রেফতার

নিখোঁজ ছাত্রদল নেতা খোকন তিন মাস পর গ্রেফতার

তিন মাস ধরে নিখোঁজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিনজনকে ককটেলসহ আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে ৩টায় তাদের কানাইপুর উপজেলার তেতুলতলার ফরিদপুর ফুড ভিলেজ অ্যান্ড পার্টি প্যালেসের সামনে থেকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে র‌্যাব-৮। গতকাল বিকাল ৫টায় তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গত ৬ মার্চ সন্ধ্যায় খোকনকে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে সাদা পোশাকধারী পুলিশ আটক করে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ৭ মার্চ আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন খোকনের স্ত্রী শাহ ইশরাত আজমেরী আঁখি। এতে খোকনকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। র‌্যাব-৮ দাবি করেছে, রবিবার রাতে ফরিদপুর ফুড ভিলেজ অ্যান্ড পার্টি প্যালেসের সামনে থাকা তিনজন দুষ্কৃতকারী রমজান উপলক্ষে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে খোকনসহ তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।  র‌্যাব জানায়, তাদের দেহ তল্লাশি করে ১৫টি পেট্রলবোমা, ২৫টি ককটেল, কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে পলাতক আসামি সোহেল, নুর আলম, মাজেদুর, কালাম, রিয়াজ, রানা, রাকিব, তানভীরসহ অনেকে মিলে ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কাজে জড়িত ছিল। তারা রাজধানীর বাইরে অবস্থান করছিল। রমজানকে সামনে রেখে রাজধানীতে জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ককটেল ও পেট্রলবোমা নিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, আনিসুর রহমান তালুকদার খোকন, মোহাম্মদ আলী ভুইয়া জনি ও সোহাগ গাজী নামের তিনজনকে র‌্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ জানান, খোকন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিন মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ছাড়া আটক অপর দুজনের রাজনৈতিক পরিচয় জানেন না।

সর্বশেষ খবর