বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বকেয়া বেতন না পেয়ে মালিকের ছেলে অপহরণ!

রাজধানীতে বকেয়া বেতন না পাওয়ায় একটি প্রতিষ্ঠানের মালিকের শিশু ছেলেকে অপহরণের ঘটনায় দুই কিশোর শ্রমিককে আটক করেছে র‌্যাব। তারা হলো- রমজান আলী ও স্বপন। গতকাল দুপুরে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত ১৬ মাস বয়সী শিশু জুবায়েরকে উদ্ধারসহ তাদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। যা মুক্তিপণ আদায়ের হুমকি প্রদানের জন্য ব্যবহার করা হয়েছিল।
র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, একটি প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা নিয়ে গড়িমসি করেন। ফলে ওই প্রতিষ্ঠানের দুই কিশোর শ্রমিক কামরাঙ্গীরচর এলাকা থেকে মালিকের ছেলে শিশু জুবায়েরকে অপহরণ করে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে মঙ্গলবার প্রতিষ্ঠানের মালিক শামীম র‌্যাবে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে দুপুরে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শিশু জুবায়েরকে উদ্ধারসহ অপহরণকারী দুই শ্রমিককে আটক করা হয়। অপহরণকারী রমজান আলী জানায়, সে জুবায়েরের বাবা শামীমের ম্যানিব্যাগ তৈরির কারখানার শ্রমিক। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেতন-বোনাস না দিয়ে শামীম নানা রকম তালবাহানা করতে থাকে। বেতন-বোনাসের অপ্রাপ্তির ক্ষোভ ও অধিক অর্থের লোভে তার বন্ধু স্বপনের সহযোগিতায় জুবায়েরকে অপহরণ করা হয়।

সর্বশেষ খবর