বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পাসওয়ার্ড ব্যবহার করে ওরা হাতিয়ে নিল কোটি টাকা

রাজশাহীর তানোরে সোনালী ব্যাংক থেকে কৌশলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মূলহোতা সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নজির হোসেন টাকা হাতিয়ে নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার কথা জানিয়েছেন। র‌্যাব জানায়, সোনালী ব্যাংকের তানোর শাখা থেকে এক কোটি ১৮ হাজার টাকা লোপাটের ঘটনায় ২৪ জুন মামলা হয়। ওই মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব আসামিদের গ্রেফতারে অভিযানে নামে। সোমবার গভীর রাতে নগরীর রাজপাড়া থানার ব্যাংক কলোনি থেকে নজির হোসেন ও তার স্ত্রী ছালমা জাহান লিমা, দড়িখরবোনা এলাকা থেকে তার সহযোগী এস এম মাসুদ হাসান মাসুদকে গ্রেফতার করা হয়।
গতকাল সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নজির হোসেন নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে স্ত্রী ছালমা জাহান লিমার হিসাবে ৬৩ লাখ ৮৭ হাজার ২৮৮ টাকা এবং নজিরের বাবা গোলাম মোস্তফার হিসাব নম্বরে দুই দফায় ১৩ লাখ ৩২ হাজার ও ২৩ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা আত্মসাৎ করা হয়। ২০১১ ও ২০১২ সালের মধ্যে এই টাকা আত্মসাৎ করেন। গ্রেফতার নজির হোসেন জানান, ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় তিনি এ টাকাগুলো আত্মসাৎ করেন। হিসাবে গরমিল ধরা পড়লেও সেসময় অডিট করতে আসা কর্মকর্তাদের উৎকোচ দিয়ে পার পান। ফলে এতদিন বিষয়টি চাপা ছিল। আত্মসাৎ করা টাকা দিয়ে নজির হোসেন ও তার সহযোগী মাসুদ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০০ বিঘা জমি ইজারা নিয়ে চাষাবাদ করছেন। পদ্মা সিড নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এ ছাড়া পরিবহন খাতে বিনিয়োগ করেছেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

সর্বশেষ খবর