বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

মারা গেছে সেই ছয় নবজাতক

সিলেটে ওসমানী হাসপাতালে এক সঙ্গে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ছয় শিশু মারা গেছে।
মঙ্গলবার রাতে পর্যায়ক্রমে শিশুগুলো মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুস সালাম। ওই দিন দুপুর সাড়ে ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হোছনা বেগম নামের এক মায়ের গর্ভে অস্ত্রোপচার ছাড়াই এই শিশুদের জন্ম হয়। ডা. আবদুস সালাম জানান, ভূমিষ্ঠ ছয় শিশুই অপরিপক্ব ছিল। ২৬ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পরই শিশুগুলো ভূমিষ্ঠ হয়েছিল। তাই তারা নানা জটিলতায় ভুগছিল। শিশুগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। কিন্তু এ শিশুদের ওজন ৭০০ গ্রামেরও কম ছিল। নবজাতকের ওজন এক কেজির কম হলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। এদের অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠেনি। প্রসূতিজনিত সমস্যার কারণেই শিশুগুলো মারা গেছে। শিশুদের মা হোসনা বেগমের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে। তার স্বামী জামাল উদ্দিন দুবাই প্রবাসী।

সর্বশেষ খবর