বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারের দুই সেনাকে উদ্ধার করল বিজিবি

বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে মিয়ানমারের সেনাবাহিনীর অপহৃত দুই সদস্যকে উদ্ধার করেছে বিজিবি। তারা হলেন, ল্যান্স কর্পোরাল নিপুআই ও সৈনিক ক্যাহ্লাউ। গত ৫-১৪ জুলাই পর্যন্ত বান্দরবানের বলিপাড়া ও আলীকদম এলাকায় বাংলাদেশি যৌথবাহিনীর নিয়মিত অভিযানে জঙ্গল থেকে প্রতিবেশী দেশের ওই দুই সেনা সদস্যকে উদ্ধার করা হয়। গতকাল বিকালে বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিজিবি’র উপ-মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান। তিনি জানান, ওই দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমার সেনাবাহিনীর সদস্য। এদের মধ্যে একজন অসুস্থ থাকায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দুজনই সুস্থ আছেন। জানা গেছে, সীমান্ত এলাকায় প্রায়ই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নবাদী অস্ত্রধারী দলের সংঘর্ষ হয়ে থাকে। ওই দুই সেনা কর্মকর্তাকে জিম্মি করেছিল মায়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তারা সীমান্ত এলাকায় অবস্থানকালীন বাংলাদেশি যৌথ অপারেশন দলের উপস্থিতি টের পেয়ে ওই দুই সেনাসদস্যকে ফেলে পালিয়ে যায়। বিষয়টি ইতিমধ্যে মিয়ানমারের বিজিপি এবং অন্যান্য কর্তৃপক্ষকে জানানো হয়। ওই দুজনকে দ্রুত ফিরিয়ে নিতে বিজিপিকে অনুরোধ জানান হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে আবদুর রাজ্জাক নামে বিজিবি’র এক নায়েককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় তাদের গুলিতে এক বিজিবি সদস্য আহত হন। এক সপ্তাহ মিয়ানমারের নানা টালবাহানার পর গত ২৬ জুন নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনে বিজিবি।

 

সর্বশেষ খবর