মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
রাজন হত্যা

***********************

***********************

সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন খুনের ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে জালালাবাদ থানার পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সিলেট মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে গতকাল রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানিয়েছেন, রাজন খুনের পর এর আগে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এই সঙ্গে পরিদর্শক আলমগীরকে ক্লোজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠানো হয়। হেডকোয়ার্টার থেকেই আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন সাময়িক বরখাস্ত হওয়া তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। প্রসঙ্গত, রাজন হত্যাকাণ্ডের পর তার বাবা আজিজুর রহমান পুলিশের বিরুদ্ধে খুনিদের বাঁচানোর চেষ্টা এবং তার সঙ্গে অসদাচরণের অভিযোগ তোলেন। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়ায় জালালাবাদ থানার দুই এসআইকে সাময়িক বরখাস্ত এবং পরিদর্শক আলমগীরকে প্রত্যাহার করা হয়েছিল।

 

সর্বশেষ খবর