মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
হত্যা মামলা

খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৩ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসেন এই আদেশ দেন। এর আগে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন। পরে আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন লোক মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

 

সর্বশেষ খবর