মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

**************************

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি (আদাতলা) সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জিয়াউল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জিয়াউল ইসলাম সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে। গতকাল ভোরে ওই সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, সোমবার ভোর রাত সাড়ে ৫টার দিকে জিয়াউলসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা গরু নিয়ে ২৪২ নম্বর মেইন পিলার এলাকায় পৌঁছলে ভারতের রাঙামাটি ক্যাম্পের ৩১ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জিয়াউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও জানান, লাশটি ভারতের রাঙামাটি এলাকার ৩০০ গজ ভিতরে ছিল। ময়নাতদন্ত ও অন্যান্য কাজ শেষে লাশ ফেরত দিতে দুই-এক দিন সময় লাগতে পারে বলে বিএসএফ জানিয়েছে। আর এ ঘটনার তীব্র প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ লেখার সময় উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছিল।

 

সর্বশেষ খবর