মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী তরু বন্দুকযুদ্ধে নিহত

পটুয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম তরু (৩৫) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুর বাসা শহরের চরপাড়ার স্বনির্ভর রোড এলাকায়।  সে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নাসির মেম্বার হত্যা মামলার প্রধান আসামি ছিল। র‌্যাবের বরাত দিয়ে সদর থানার ওসি এস এম তারিকুল ইসলাম জানান, বরিশাল থেকে র‌্যাব-৮ এর একটি দল তরু ও তার সঙ্গীদের ধাওয়া করে। একপর্যায়ে তরু পালিয়ে পটুয়াখালী শহরের বিসিক শিল্পনগরী এলাকার গোপন আস্তানায় অবস্থান নেয়। এ সময় পটুয়াখালী র‌্যাব যৌথ অভিযান চালালে তরু ও তার লোকেরা টের পায়। একপর্যায়ে তরুসহ তার লোকজন র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় তরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। লাশের পাশ থেকে ২৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তরুর লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর