মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
আদালতে ইলিয়াসের স্বীকারোক্তি

অর্থমন্ত্রী ও জাহির এমপিকে হত্যার চুক্তি করেন গউস

অর্থমন্ত্রী ও জাহির এমপিকে হত্যার চুক্তি করেন গউস

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যার জন্য ১২ কোটি টাকার চুক্তি করেছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউস। কারাগারে বসে এ চুক্তি করা হয়। গতকাল দুপুরে হবিগঞ্জের বিচারিক হাকিম কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে  ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন ইলিয়াস মিয়া ওরফে ছোটন। ছোটন দুটি হত্যা মামলার আসামি। তিনি ১৮ জুলাই ঈদের দিন সকালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউসের ওপর    হামলা করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ছোটনকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দিতে বলেন, অর্থমন্ত্রী মুহিতকে হত্যার জন্য ১০ কোটি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিরকে হত্যার জন্য তার সঙ্গে গউস ২ কোটি টাকার চুক্তি করেন। চুক্তির অন্যতম শর্ত ছিল তাকে ঈদের আগে জামিনে মুক্ত করা এবং অগ্রিম হিসেবে ১০ লাখ টাকা দেওয়া। কিন্তু এর কিছুই করেননি গউস। এতে তার সন্দেহ হয়, হয়তো চুক্তির বিষয়টি ফাঁসের আশঙ্কায় তাকে হত্যা করা হতে পারে। এ আশঙ্কায় তিনি গউসের ওপর হামলা করেন। কারাগারে গউসের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইলিয়াসকে রবিবার তিন দিনের রিমান্ডে নেয় সদর মডেল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন জানান, গতকাল সকালে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন বিচারক। জবানবন্দির লিখিত কাগজপত্র এখনো থানায় পাঠানো হয়নি। ওসি জানান, জবানবন্দির কপি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে ২২ জুলাই ইলিয়াস মিয়া ওরফে ছোটনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামুনুর রহমান ছিদ্দিকী। এদিকে, কারাগারের ভিতরে গউসের ওপর হামলা এবং পরবর্তীতে কারাগারে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনাপ্রবাহের বিষয়ে তদন্ত করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। তদন্ত কমিটি রবিবার ইলিয়াসের সাক্ষাৎকার গ্রহণ করে। তাদের কাছে সে ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান এডিএম সফিউল আলম জানান, যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

সর্বশেষ খবর