বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছাত্রদল সভাপতি ৮ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় করা পৃথক চার মামলায় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আট দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন ও তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানিতে বলেন, রাজনৈতিক উদ্দেশে রাজীবকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কোনো মামলাতেই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক। শুনানি শেষে পল্টন থানার পৃথক দুই মামলায় চার দিন, মতিঝিল থানার এক মামলায় দুই দিন এবং শাহবাগ থানার এক মামলায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি পটুয়াখালী থেকে আটক হওয়ার পর পুলিশের দাবি, রাজীব তার পাঁচ সহযোগীকে নিয়ে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-২১-৫৩৮৮) করে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে লেবুখালী ফেরিঘাটে তাদের গ্রেফতার করা হয়। তাদের বহন করা গাড়িতে থাকা লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও একটি বোতল উদ্ধার করা হয়, যার ভিতর মদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মাদক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

সর্বশেষ খবর