বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, মেহেন্দিগঞ্জের ৮ জেলে নিখোঁজ

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আট জেলে নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া ট্রলারের অপর তিন জেলেকে অন্য ট্রলারের মাঝিরা উদ্ধার করে কুয়াকাটার মহীপুরে পৌঁছে দিয়েছেন। সোমবার মধ্যরাতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
জেলেদের সবার বাড়ি আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকার বাহেরচর গ্রামে। নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারি চলছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদ বেপারী। নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন- ট্রলারের মাঝি সিদ্দিক শেখ (৪২), জেলে আব্বাস হাওলাদার (৩০), জাহাঙ্গীর (২৮), মামুন আকন (৩৫), জুয়েল খাঁ (৩২), সিদ্দিক চৌকিদার (৪৫), নাসির খাঁ (৪৫)। পরিচয় জানা যায়নি এক জেলের। উদ্ধার হওয়া জেলেদের বক্তব্যের বরাত দিয়ে ইউপি সদস্য মাহমুদ বেপারী জানান, ট্রলারটি ১১ জন জেলে নিয়ে গত সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থেকে রওনা হয়ে ওই দিন রাতেই সাগরে পৌঁছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে গভীর রাতে ট্রলারটি ডুবে যায়।
 পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের অন্য একটি মাছ ধরা ট্রলার তিন জেলেকে সাগরে ভাসতে দেখে  উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মঙ্গলবার রাতে মহীপুর বন্দরে পৌঁছে দেওয়া হলে গভীর সাগরে ট্রলারডুবি ও আট জেলে নিখোঁজ থাকার ঘটনা জানাজানি হয়। ইউপি সদস্য মাহমুদ বেপারী জানান, গভীর সাগরে ট্রলারডুবির নির্দিষ্ট স্থান বলতে পারেননি উদ্ধার হওয়া জেলেরা। তবে তিন জেলেকে উদ্ধারকারী ট্রলার ঘটনাস্থল থেকে মহীপুরে পৌঁছাতে ৯ ঘণ্টা সময় লেগেছে।

সর্বশেষ খবর