বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

বেনাপোলে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ উদ্ধার

বেনাপোল সীমান্তবর্তী বোয়ালিয়া বাজার থেকে গতকাল দুপুরে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির এই কচ্ছপের চালানটি বেনাপোল হয়ে ঢাকায় যাওয়ার পথে বিজিবি সদস্যরা তা আটক করেন। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে চোরাইপথে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে ১০টি বস্তা থেকে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া কচ্ছপের মূল্য ১০ লাখ টাকা বলে তিনি জানান। কচ্ছপগুলো যশোর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর